চাপা চাপির দিন শেষ ! এখন আপনি যখনই ওকে/OK বলবেন ছবি উঠবে আপনার মোবাইলে !!
চাপা চাপির দিন শেষ ! এখন আপনি যখনই ওকে/OK বলবেন ছবি উঠবে আপনার মোবাইলে !! আসসালামু আলাইকুম।
আজ আমি আপনাদের সাথে দারুণ একটি এপ শেয়ার করব। আমার মনে হচ্ছে এপটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। কেননা এটা অনেক কাজের এপ।
তাহলে আমরা এপ নিয়ে আলোচনা শুরু করি। এই এপের সাহায্যে আপনি ভয়েসের মাধ্যমে ফটো উঠাতে পারবেন। তারমানে মোবাইল হাতে না টাচ করেই। এ জন্য আপনাকে যা করতে হবে। প্রথমে এই এপে ঢুকবেন তারপর একটা ভয়েস সেট করবেন। তারপর ক্যামেরাতে গিয়ে মানে এই এপের মধ্যে গিয়ে ক্যামেরা পাবেন সেই ক্যামেরাতে গিয়ে আপনি যে ভয়েসটা সেট করেছেন সেটা বললেই ফটো উঠবে। তাহলে বুঝতে পারছেন এটা কত মজার এপ। নাম : Voice Camera.apk প্ল্যাটফর্ম : অ্যান্ড্রয়েড রেটিং :৪.৫ Size: 2.5 MB ডাউনলোড করুন এখান থেকে (azgar)
No comments