কারেন্ট ওয়ার্ল্ড: পৃথিবীর প্রাচীনতম অাদিম উপজাতির বাস যেখানে
ইন্দোনেশিয়ার পশ্চিম নিউ গিনির প্রত্যন্ত অঞ্চলের দানি উপজাতি হচ্ছে অাজ অবধি পৃথিবীর সবচেয়ে জনবিচ্ছিন্ন ও আদিম উপজাতি।
জনজীবনের সঙ্গে ওদের কোনও যোগােযাগ নেই। এই উপজাতির মধ্যে প্রচলন রয়েছে অদ্ভুত কিছু রীতি। কোনও আত্মীয় মারা গেলে এই দানি উপজাতির নারীদের হাতের আঙুল কেটে দেওয়া হয়। পুরুষরা পরেন অদ্ভুত পোশাক। পুরুষদের সেই বিশেষ পোশাকের নাম কোটেকা।
ইন্দোনেশিয়ার পশ্চিম নিউ গিনির প্রত্যন্ত অঞ্চলে বাস এই দানি উপজাতির মানুষ। ১৯৩৮ সারে মার্কিন ফিলানথ্রপিস্ট রিচার্ড আর্চবোল্ড অভিযানের সময় সবর্প্রথম এই উপজাতির খোঁজ পান।
আমার ফেসবুক এখানে>>>
No comments