অচিরেই আক্রান্ত হতে চলেছে অনেক আন্ড্রোয়েড ফোন, সতর্ক হোন এখনি।
অচিরেই আক্রান্ত হতে চলেছে অনেক আন্ড্রোয়েড ফোন, সতর্ক হোন এখনি।
বর্তমানে পৃথিবীর ৮০ ভাগ
স্মার্টফোনই এন্ড্রোয়েড
অপারেটিং সিস্টেম দ্বারা
পরিচালিত হয়। বাংলাদেশে তা
বলা যায় ৯৫ ভাগ ফোনই এন্ড্রোয়েড
নির্ভর।বিষ্লেষক দের মতে
এন্ড্রোয়েডের মধ্যে সিকিউরিটির
ঘাটতি আছে।
কেননা, এই OS এ
অনেক বেকডোর, প্রয়োজনীয়
প্রাইবেসি সেটিংসের অভাব,
সফটওয়্যারের সহজে যেকোন
Permission নিতে পারা এরকম
অনেক ঝুকি তাকায় এই
এন্ড্রোয়েডকে একেবারে সিকিউর
বলা যাবে না।
এই সুযোগকে কাজে লাগিয়ে
হ্যাকারসমাজ (বিষেশ করে
চায়নিজ এবং রাশিয়ান
হ্যাকাররা) এমন এক ভাইরাস বা
ট্রুজান তৈরী করেছে যা আপনি
সহজে ফোন থেকে Uninstall করতে
পারবেন না।
কিভাবে আপনার ফোন আক্রান্ত
হয়ঃ এখন আমরা টাকা আয়ের
উদ্দেশ্যে Treatsup, Waff, Ezzy
Earn এর মত এপস ব্যবহার করে
থাকি। এসব এপস অন্যান্য এপসের
বিজ্ঞাপন দেয়, যা আপনাকে
ডাউলোড করলে এক পরিমান অর্থ
দিবে। আপনি হয়ত ভাবতাসেন যে
আমি ত Play Store থেকেই এপগুলা
ডাউনলোড দিতেছি, সেখানের এপ
নিশ্চয় নিরাপদ থাকবে। আপনার
ধারনা ভুল, CM Security এর ব্লগে
প্লে স্টোরে থাকা Talking Tom3,
Apps Locker Pro এরকম ২০-৩০ এপের
নাম উল্লেখ করা হয়েছে যার মধ্যে
এন্ড্রোয়েড এর ভাইরাস বা ট্রুজান
রয়েছে। আপনি এই এপগুলোর একটি
ডাউনলড করলেই আপনার ফোন
ভাইরাস দ্বারা আক্রান্ত হবে। যা
আপনি ফোনকে Factory Reset
করলেও মুক্তি পাবেন না।
ভাইরাসটি/ট্রুজানটি কিভাবে কাজ
করেঃ যখনি আপনি
ভাইরাসের এপটি Install দিবেন
তখন ভাইরাসটি প্রথমে আপনার
ফোনকে রুট করবে! তারপর সেটি
ফোনের Built-In এপসের মত হয়ে
যাবে। কিছু সময় পর দেখতে পাবেন
যে আপনার ফোনটি Misbihave
করতেছে বা অনেক এপ অপেন করছে
যা আপনি চান নি। এবং আপনার
ফোনে আরো আপ্লিক্যশন
Automatic Install হয়ে যচ্ছে।
ফোনের আপ সেটিংস থেকে
Ruuning Apps এ গেলে দেখতে
পাবেন যে Org.OnPhone.Update,
Netalpha, Keychain ইত্যাদি
অনাকাঙ্কিত এপ চলতাছে। যা
সুস্পষ্টভাবে ভাইরাসের উপস্থিতি
জানান দেয়।
হ্যাকারদের লাভ টা কিঃ আরে
ভাই, লাভ ছারা কি এত জটিল
কোডিং কেউ করে। এই ভাইরাস
আক্রান্ত ফোনে ভিবিন্ন এড পপ-
আপ করে এবং বিভিন্ন এপ Install
দেয় যা সাম্প্রতিক এক গবাষনায়
দেখা গেছে যে এই ভাইরাস
হ্যাকারদের প্রতিদিন কয়েক লাখ
ডলার উপার্জন করিয়ে দেয়। নিজেকে
কিভাবে রক্ষা করবেনঃ
সবচেয়ে ভাল হয় যদি Treatsup,
Waff এপগুলো ব্যবহার না করেন।
তবুও যদি ব্যবহার করতে হয় কম
দামের ফোন গুলোতে ব্যবহার করোন
বা এড এর এপগুলো ডাউনলোড করার
আগে রিবিউ , রেটিং দেখে
ডাউনলোড করবেন। অযথা এপ
ডাউনলোড করবেন না।Play Store
ছারা অন্য কোন সোর্স থেকে না
ডাউনলড করাই স্রেয়।
আসা করি আগামিতে কিভাবে
ভাইরাসটি দূর করবেন তা সম্পর্কে
লিখব l
my fb site
No comments