Xposed Framework ইনস্টল করার পদ্ধতি (আজগর)।
Xposed Framework ইনস্টলেশনের জন্য প্রথমেই গুগল থেকে এর APK ইনস্টলার ফাইলটি নামিয়ে নিন। আর ইন্সটল করে ওপেন করুন...
অ্যাপটি ওপেন হলে মেনু থেকে Framework এ যান।
এখানে Install/Update এ প্রেস করুন।
অপেক্ষা করুন........
এবার একটি পপ-আপ আপনার কাছে সুপারইউজার বা রুট অ্যাক্সেস চাবে, সেটিক অ্যালাউ করুন।
তারপরে reboot চাইলে ok করুন
ডিভাইসটি সম্পূর্ণ বুট বা চালু হবার পর আপনি এখন আপনার ডিভাইসে বিভিন্ন Module ইনস্টল করতে পারবেন।
Note :Xposed Framework install করতে সম্পূর্ণ রিস্ক আপনার।।।।
phone এ অনেক সময় install করলে reboot নেওয়ার পরে অন হয় না, তখন রম ফ্লাশ করাতে হয়।
No comments