মোবাইল সিমের FNF পদ্ধতি – জিপি এবং বাংলালিংক।।। আজগর
আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো। আজ আমি একটা নতুন টপিক নিয়ে ধারাবাহিক টিপস শুরু করছি। আমি যে বিষয়টি নিয়ে টিপস করবো তা হলো টেলিকমিউনিকেশন নিয়ে, মোবাইল সিমের যাবতীয় অপশন নিয়ে ধারাবাহিক আলোচনা। এই ধরুন FNF পদ্ধতি, কিভাবে FNF করে, কিভাবে FNF পরিবর্তন করে, কিভাবে নিজের নাম্বার দেখে ইত্যাদি।
আমি মনে করি টিপসগুলো আপনাদের উপকারে আসবে এবং আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের আমি টিপসগুলো ভালো করে বোঝাতে পারি। আর যদি কোন ভূল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, কোন কিছু বুঝতে সমস্যা হলেও কমেন্ট করে জানাবেন। তাহলে শুরু করে দেই আজ প্রথম পর্ব। আপনাদের আমি আগেই বলেছি আমি ধারাবাহিক টিপস করবো, তাই চোখ রাখবেন।
গ্রামীনফোনের FNF পদ্ধতিআজ আমি জিপি এবং বাংলালিংক সিমের FNF পদ্ধতি নিয়ে আলোচনা করবো, যেমন কিভাবে FNF করতে হয়, কিভাবে FNF পরিবর্তন করতে হয়, কিভাবে FNF বাদ দিতে হয় ইত্যাদি। নিচে বিস্তারিত আলোচনা করা হলো:
গ্রামীনফোনের FNF পদ্ধতি সম্পূর্ণ ফ্রি। মানে FNF করতে কোন টাকা লাগেনা। জিপিতে আপনি দুইভাবে FNF করতে পারবেন। আমি দুটি পদ্ধতিই আপনাদের দেখাবো।
পদ্ধতি ১: *2888# ডায়েল করে
*2888# ডায়াল করে আপনি FNF করতে পারবেন। ডায়েল করলে নিচের অপশনগুলো পাবেন:
- Add Super FnF
- Add FnF
- Delete
- View FnF
- Change FnF
- Change Super FnF
আপনি অপশনগুলো দেখেই নিশ্চই বুঝতে পেরেছেন কিভাবে কি করতে হবে। কোন কিছু না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন।
পদ্ধতি ২: SMS এর মাধ্যমে
কিভাবে নতুন গ্রামীনফোন FNF করতে হয়?
Write newnumber newnumber newnumber & send SMS to 2888
Write newnumber newnumber newnumber & send SMS to 2888
কিভাবে গ্রামীনফোনের FNF নাম্বার পরিবর্তন করতে হয়?
Write oldnumber newnumber & send sms to 2888
Write oldnumber newnumber & send sms to 2888
কিভাবে গ্রামীনফোন সুপার FNF করতে হয়?
Write SF Mobile Number & send SMS to 2888
Write SF Mobile Number & send SMS to 2888
কিভাবে গ্রামীনফোন সুপার FNF নাম্বার পরিবর্তন করতে হয়?
Write SFC Old Number New Number & send SMS to 2888
Write SFC Old Number New Number & send SMS to 2888
কিভাবে গ্রামীনফোন FNF ডিলেট করতে হয়?
Write DNumber & send SMS to 2888
Write DNumber & send SMS to 2888
কিভাবে গ্রামীনফোন FNF নাম্বার চেক করতে হয়?
Write FF & send SMS to 2888
Write FF & send SMS to 2888
বাংলালিংক FNF পদ্ধতি
বাংলালিংক সিমে আপনি দুইভাবে FNF করতে পারবেন:
পদ্ধতি ১
কিভাবে বাংলালিংক FNF নাম্বার সেট করতে হয়?
FNF করতে ডায়েল করুন *166*11*number#
FNF করতে ডায়েল করুন *166*11*number#
কিভাবে বাংলালিংক প্রিপেইডে FNF নাম্বার পরিবর্তন করতে হয়?
FNF পরিবর্তন করতে ডায়েল করুন *166*12*old number*new number#
FNF পরিবর্তন করতে ডায়েল করুন *166*12*old number*new number#
কিভাবে বাংলালিংক সুপার/স্পেশাল FNF সেট করতে হয়?
সুপার/স্পেশাল FNF সেট করতে ডায়েল করুন *166*7*number#
সুপার/স্পেশাল FNF সেট করতে ডায়েল করুন *166*7*number#
কিভাবে বাংলালিংক সুপার/স্পেশাল FNF নাম্বার পরিবর্তন করতে হয়?
বাংলালিংক সুপার/স্পেশাল FNF নাম্বার পরিবর্তন করতে ডায়েল করুন *166*8*old number*new number#
বাংলালিংক সুপার/স্পেশাল FNF নাম্বার পরিবর্তন করতে ডায়েল করুন *166*8*old number*new number#
কিভাবে বাংলালিংক প্রিপেইডে এর FNF নাম্বার ডিলেট করতে হয়?
Write REMfnf number and send SMS to 3300 (free)
Write REMfnf number and send SMS to 3300 (free)
কিভাবে বাংলালিংক পোষ্টপেইড এর FNF নাম্বার ডিলেট করতে হয়?
Write REMfnf number and send SMS to 3311 (free)
Write REMfnf number and send SMS to 3311 (free)
কিভাবে বাংলালিংক বর্তমান FNF এবং সুপার/স্পেশাল FNF নাম্বার চেক করতে হয়?
To check FNF number dial *166*14# and to check special FNF number dial *166*10#
To check FNF number dial *166*14# and to check special FNF number dial *166*10#
পদ্ধতি ২
*121*4# ডায়েল করে আপনি FNF করতে পারবেন। ডায়েল করলেই আপনি নিচের অপশনগুলো পাবেন:
- Check FnF
- Add FnF
- Change FnF
- Delete FnF
- Check Special FnF
- Add Special FnF
- Change Special FnF
- Delete Special FnF
- Back 00:HOME
আজ এপর্যন্তই… আগামি পর্বে দেখাব এয়ার্টেল ও রবি সিমের FNF পদ্ধতি।
No comments