যশোরের কেশবপুরে গলায় ফাঁস দিয়ে দম্পত্তির আত্মহত্যা।
কেশবপুরে একই বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে দম্পত্তির আত্মহত্যা।
যশোরের কেশবপুরে একই বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে এক দম্পত্তি আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার ২নং সাগরদাঁড়ি ইউনিয়ন গোপসেনা গ্রামে। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের গোপসেনা গ্রামের শহিদুল ইসলামের ছেলে শামীম হোসেন (২৬) ও তার স্ত্রী রেনুকা বেগম (২৩) বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
নিহত শামীমের চাচা আরিজুল ইসলাম বলেন, শামীমের ৪ বছর বয়সী সালমান নামে একটি ছেলে রয়েছে। শামীম বিভিন্ন জায়গায় শ্রমিক হিসেবে কাজ করত। তারা দুই ভাই। ছোট ভাই নাঈম প্রাইমারি স্কুলে পড়াশোনা করে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীন জানান, পারিবারিক কলহের কারণে তারা আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।
No comments