Header Ads

Header ADS

ইলেকট্রিক নিয়ে কাজ করার পূবে দেখে নিন Basic Tutorial

    Hello Everyone
সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভালো আছেন।
আমিও ভালো আছি । 
প্রথমে আমি ট্রিকবিডি টিমকে ধন্যবাদ জানাই, আমাকে এখানে লেখার সুযোগ করে দেওয়ার জন্য। আর কথা বাড়াবোনা। 
আজ আমি যে Content লেখব সেটা হল ইলেকট্রিক নিয়ে। অনেকজনে আছেন যারা ইলেকট্রিক সম্পকে খুব কম জানে তাই আমি আজকে ইলেকট্রিক নিয়ে বেসিক জিনিশগুলো নিয়ে আলোচনা করব। ইলেকট্রিক কাজ শুরু করার আগে এই জিনিসগুলোর যানা থাকা খুবই দরকারি। 
তবে চলুন সেইসব জিনিসগুলো দেখে নেই। 

Soldering Iron


* সোল্ডারিং আয়রন কি? কি ভাবে কাজ করে?
# সোল্ডারিং বা ঝালাই করার মূলযন্ত্র হল সোল্ডারিং আয়রন বা তাতাল ।
সোল্ডারিং আয়রন বা তাতাল এর মূলত যে অংশ দিয়ে ঝালাইয়ের এর কাজ করা। 

Soldering Stand


* সোল্ডারিং ষ্টান কেন ব্যবহার করা হয়?
# সোল্ডারিং ষ্টান সোল্ডারিং আয়রন বা তাতালকে রাখার জন্য ব্যবহার করে থাকি। 

Soldering Lid


* সোল্ডারিং লিড কেন ব্যবহার হয়? 
# রাং বা সোল্ডারিং লিড হলো এক ধরণের সংকর পদার্থ , এটি ৬০ ভাগ টিন (Tin) এবং ৪০ ভাগ সীসা (Zing) দিয়ে তৈরী, এটির গলনাংক ৮০ থেকে ৯০ ডিগ্রী সেলসিয়াস। সংকরায়নের অনুপাতের তারতম্য এর কারনে গলনাংক আরো বেশী হতে পারে। এটা একটি তারের সাথে আরেকটি তার সংযোগের দেওয়ার জন্য ব্যবহার করা হয়। 

Soldering Rojon


* সোল্ডারিং রজন কি? কেন ব্যবহার করা হয়?
# রজন হলো একধরণের পদার্থ যা কিনা প্রাকৃতিকভাবে গাছের কষ (আঠা) থেকে তৈরী আবার এটি রাসায়নিক ভাবেও বানানো হয়। যখন সোল্ডারিং লিড দিয়ে ঝালাই করা হয় তখন ঝালাইয়ের অংশটুকু পরিষ্কার করার কাজে ফ্লাক্স বা রজন ব্যবহার করা হয়। 

Soldering Shaker


* সোল্ডারিং সাকার কি? কেনো ব্যবহার হয়? 
# সাকার হল সার্কিট থেকে লিড তুলে ফেলার যন্ত্র। কোন কারনে সোল্ডারিং করা কম্পোনেন্ট খুলে ফেলার জন্য ব্যবহার করা হয়। 

Multimeter


* মাল্টিমিটার কি? কেনো ব্যবহার করা হয়? 
# যার সাহায্যে কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্ট্যন্সের পরিমাপ করে দেখা যায় তাকে মাল্টিমিটার বলে।

Tester

 
* টেস্টার কেন ব্যবহার করা হয়?
# টেস্টার হল কারেক্ট চেক করার যন্ত্র। আপনার পরিবাহিত লাইনে কারেন্ট আছে কি না সেটা টেস্টার দিয়ে টেস্ট করা যায়। 

Plies


* প্লাছ কি? কেনো ব্যবহার করা হয়?
# প্লাছ হল যেটা দিয়ে অনেক ধরনের কঠিন কাজ করা যায় । এছাড়া প্লাছ অনেক ধরনের হয়ে থাকে। সেগুলোর মধ্যে উপরে ২টা ছবি দেওয়া আছে।

Screwdriver

 * সষ্কুপড্রাইভার কেনো ব্যবহার করা হয়?
# এটার সাহায্যে খুব সহজেই স্কুপ লাগানো বা খুলানো যায়।
এখন একটু সার্কিট-এর দিকে যাই

Circuit


সার্কিট দেখতে এইরকম হয় নিছে দেখুন 

শুধু সার্কিট দেখলেই কিছুই বুঝবেন না। এবং একটি সার্কিট তৈরি করতে লাগবে একটি সার্কিট ডায়াগ্রাম। তাহলে সার্কিট ডায়াগ্রাম কেমন হয় সেটা দেখুন। 

Circuit Diagram



The End

No comments

Theme images by mattjeacock. Powered by Blogger.