ভাইরাসের কারণে ইউন্ডোজ অপারেটিং সিস্টেমে অনেক সময় পেনড্রাইভে ফাইল থাকলেও তা দেখা যায় না, অদৃশ্য (হাইড) হয়ে যায়। কিন্তু পেনড্রাইভের প্রোপারটিস-এ গেলে দেখা যায় ফাইলগুলো ঠিকই মেমোরিতে জায়গা দখল করে আছে। আবার ফাইলের বদলে ফাইলের শর্টকাট পাোয়া যায়। এ রকম সমস্যায় পড়লে নিচের পদ্ধতি গুলো অনুসরণ করুন। Start----all programme----accessories----notepad- and copy and past notepad under the cord than--- এ গিয়ে নোটপ্যাড খুলুন এবং নিচের কোডটি হুবহু নোটপ্যাডে কপি পেস্ট করুন- attrib –h –r –s /s /d DRIVE LETTER:\*.* DRIVE LETTER: del *.lnk /f/s/q del *.exe /f/q del Autorun.inf /f/q c: tree cls exit এখানেশুধ DRIVE LETTER লেখাটি মুছেআপনার কম্পিউটারে পেনড্রাইভের ড্রাইভ লেটার লিখবেন (যেমন L হলে L:লিখবেন)। মাই কম্পিউটারে ঢুকে ড্রাইভ লেটার কোনটি তা দেখে নিন। নোটপ্যাডের অন্যকোনো হরফবা চিহ্ন পরিবর্তন করবেন না। এখন File/Saveas-এগিয়ে ফাইলটি Unhide.bat নামে সেভকরুন। দেখবেন Unhide নামে নতুনএকটি ফাইল তৈরি হয়েছে। তৈরি Unhideফাইলটিওপেন করুন। Unhide ফাইলটি চালুকরার একটি পর তা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এরপর পেনড্রাইভ ওপেন করে দেখুনঅদৃশ্য ফাইলগুলো দেখা যাচ্ছে। একটি একই সঙ্গে পেনড্রাইভের autorun.inf ফাইলexe. এক্সটেনশনেরসন্দেহজনক ফাইল এবঙ শর্টকার্ট ভাইরাসকে মুছে দেবে।
No comments