সব সিমের নম্বর বের করার উপায়
অজানা সিমের নম্বর বের করার উপায় -
টেলিটক অপারেটরের নম্বর থেকে *551# ডায়াল করলে ফোন নম্বরটি প্রদর্শিত হবে। অথবা মেসেজ করুন whoami (হু আমি) পাঠাবেন 321
গ্রামীণফোনের নম্বর হলে *111*8*2# অথবা *2# ডায়াল করেল ফোন নম্বরটি জানা যাবে।
বাংলালিংক নম্বর থেকে *511# ডায়াল করে ফোন নম্বরটি খুঁজে পাওয়া যাবে।
রবির নম্বর দেখতে চাইলে *140*2*4# ডায়াল করতে হবে।
এয়ারটেল নম্বর জানতে হলে *121*6*3# ডায়াল করলে ফোন নম্বরটি দেখা যাবে।
No comments